মুফিজুর রহমান নাহিদ স্টাফ রিপোর্টার: সিলেট জেলার অপরাধ দমন, আসামী গ্রেফতার ও জেলার সার্বিক আইন শৃঙ্খলা রক্ষায় জেলা পুলিশ, সিলেট নিরলসভাবে কাজ করে যাচ্ছে। তাছাড়া জেলার সংঘটিত সংঘবদ্ধ অপরাধ, খুন, ধর্ষণ, পরোয়ানাভূক্ত সাজাপ্রাপ্ত ও চাঞ্চল্যকর মামলার আসামী গ্রেফতারে জেলা পুলিশ, সিলেট সর্বাধিক গুরুত্ব দিয়ে আসছে। .
এরই ধারাবাহিকতায় সিলেট জেলার কানাইঘাট থানা পুলিশের একটি আভিযানিক দল গত ৩০/০৪/২০২৩খ্রিঃ তারিখ ১৩.৩০ ঘটিকার সময় গোয়েন্দা তথ্যের ভিত্তিতে কানাইঘাট থানার এএসআই/অলিউল হাসান এর নেতৃত্বে ঢাকা মিরপুর-১ হইতে ০২টি সাজা পরোয়ানা সহ মোট ০৬টি পরোয়ানাভ্ক্তূ পলাতক আসামী হেলাল উদ্দিন(৪২), পিতা-মৃত মাওঃ আব্দুস সালাম, সাং-লামা দলইকান্দি, থানা-কানাইঘাট জেলা-সিলেট কে র্যাব-৩ এর সহযোগীতায় গ্রেফতার করে। উক্ত আসামীর বিরুদ্ধে কানাইঘাট সিআর সাজা-১৭৫/১৮ ও ৯৫১/১৮, কোতয়ালী থানা, এসএমপি, সিলেট এর সিআর-১৭৭৬/১৯, ১০০৭/১৯, ৮০০/১৯, ৭৯৯/১৮ গ্রেফতারী পরোয়ানা মূলতবী ছিল। অপর একটি আভিযানিক দল এসআই/মাসুম আলম এবং এএসআই/রায়হান মিয়া এর নেতৃত্বে সঙ্গীয় ফোর্স সহ কানাইঘাট সিআর সাজা-৫৬/১৪ ও ৬২৯/১৪ এর পরোয়ানাভূক্ত আসামী মোঃ আব্দুস শহিদ, পিতা-ইউসুফ আলী, সাং-বড়দেশ বাজার, থানা-কানাইঘাট জেলা-সিলেট’কে কানাইঘাট থানাধীন গাছবাড়ী এলাকা হইতে অদ্য ০১/০৫/২০২৩ইং তারিখ ভোর ০৪.৩০ ঘটিকার সময় এবং জিআর সাজা-৫২/২২ এর পরোয়ানাভূক্ত পলাতক আসামী মিজান আহমদ(৪২), পিতা-মৃত ইব্রাহীম আলী @ লাল মিয়া বাবুর্চি, সাং-মানিকপুর এ/পি ডালাইচর, সর্বথানা-কানাইঘাট, জেলা-সিলেট কে কানাইঘাট থানাধীন সড়কের বাজার এলাকা হইতে ভোর ০৫.৩০ ঘটিকার সময় গ্রেফতার করে। .
.
গ্রেফতারকৃত আসামীদের বিরুদ্ধে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহন করা হইতেছে।. .
ডে-নাইট-নিউজ /
আপনার মতামত লিখুন: